রওশন এরশাদ/ ফাইল ছবি

দীর্ঘ ২৪ দিন পর চিকিৎসা শেষে বাসায় ফিরলেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চিফ প্যাট্রন রওশন এরশাদ।

রোববার (২৩ মে) রাতে বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সন্ধ্যায় রওশন এরশাদ চিকিৎসা শেষে সিএমএইচ হাসপাতাল থেকে বাসায় ফিরে যান।

৩০ এপ্রিল রাতে হঠাৎ প্রচণ্ড গরমে পানিশূন্যতা দেখা দিলে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরবর্তীতে বার্ধক্যজনিত আরও কিছু সমস্যা দেখা দেয়। এতে তাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়। এ সময় ঈদুল ফিতরও হাসপাতালের বিছানায় শুয়ে কাটাতে হয় তাকে।

রওশন এশাদের ছেলে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব সাদ এরশাদ ঢাকা পোস্টকে বলেন, গরম ও বার্ধক্যজনিত কিছু জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর বাইরে তার অন্য কোনও সমস্যা বা রোগ নেই।

এএইচআর/এইচকে