জামায়াত সেক্রেটারি
যারা জামায়াতকে লুটেরা বলেন তারা আয়নায় নিজেদের চেহারা দেখুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা জামায়াত-শিবিরকে ব্যাংক লুটেরা বলেন তারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখুন। এসব অপবাদের সঙ্গে জামায়াত-শিবিরের কোনো সম্পর্ক নেই।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশে সমাজতান্ত্রিক ও কমিউনিস্টরা বারবার ছাত্রশিবিরকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছে। তাদেরকে বলতে চাই, মিথ্যা ও ফ্যাসিবাদের কালো যুগে বিভিন্ন অপবাদ দিয়ে ছাত্রশিবিরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু ছাত্রশিবির সন্ত্রাস, খুন, গুম, রিমান্ড, ক্রসফায়ার এবং আয়না ঘরের মতো নির্যাতনের রক্তাক্ত পথ মাড়িয়ে এ পর্যায়ে এসেছে। দুনিয়ার কোনো বাধা শিবিরকে আটকে রাখতে পারবে না। আমরা বিস্মিত হই, বিভিন্ন সময় ছাত্রশিবিরকে নিয়ে বিভিন্ন অপপ্রচার চালানো হয়। আসলে মিথ্যা অপপ্রচার করে ইসলামী ছাত্রশিবিরের অপ্রতিরোধ্য যাত্রাকে রুখে দিতে পারবে না।
তিনি বলেন, যারা জামায়াত-শিবিরকে চাঁদাবাজ, ব্যাংক লুটেরা বলে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখুন। এসব অপবাদের সঙ্গে জামায়াত-শিবিরের কোনো সম্পর্ক নেই। ছাত্রশিবির বাংলাদেশের লক্ষ কোটি যুবককে ইসলামী শিক্ষা, নৈতিক চরিত্রে শিক্ষিত করেছে। রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে যেসব মানুষ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদের বীজ ছড়াতে চায় এই সম্মেলন থেকে তাদের ঐক্য বজায় রাখার আহ্বান জানাই। অন্তর্বর্তীকালীন সরকারকে কেউ যদি জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে তাহলে সেটি হবে জাতির জন্য একটি মহাদুর্যোগ।
তিনি আরো বলেন, দেশবাসীর কাছে আহ্বান জানাই, আপনারা সব অপপ্রচার, মিথ্যাচারের বেড়াজাল ছিন্ন করে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ ও নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় ঐক্যবদ্ধ থাকুন। দুই হাজার ছাত্র জনতার রক্ত এবং ৩০ হাজারের বেশি আহত মানুষের চোখের পানি এখনো শুকায়নি। আমরা যদি জুলাইয়ের গণ-অভ্যুত্থানের এই চেতনাকে ধারণ করে রাষ্ট্র গঠনে ব্যর্থ হই তাহলে এই জাতির মুক্তির আকাঙ্ক্ষার মৃত্যু ঘটবে বলেও মন্তব্য করেন তিনি।
ইসলামী ছাত্রশিবির সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিবির সেক্রেটারি জাহিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলমসহ সংগঠনটির বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
আরএইচটি/জেডএস