চবির শাটল ট্রেনে হামলায় জড়িতদের বিচার দাবি বিপ্লবী ছাত্র পরিষদের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি জানানো হয়।
রোববার (২৯ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন দাবি জানায় সংগঠনটি।
বিজ্ঞাপন
যৌথ বিবৃতিতে বিপ্লবী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ইফতেখার আবির ও সদস্য সচিব শেখ হামিম বলেন, আজ সকাল সোয়া ১০টার দিকে শাটল ট্রেন ষোলশহরে অবস্থানের সময় কিছু ছিনতাইকারী শাটলে অতর্কিতে হামলা চালায়। এসময় ইংরেজি বিভাগের দুজন ছাত্র-ছাত্রী ধারালো ব্লেডের আঘাতে মারাত্মকভাবে আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন
তারা আরও বলেন, স্বৈরাচার পতনের পর নতুন স্বপ্ন নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কাজ করছে। এছাড়া ৫ আগস্টের পর থেকে বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুপ্ত হামলার ঘটনা দেখা গেছে। এসব ঘটনা সাধারণ শিক্ষার্থীদের মনে নিরাপত্তা শঙ্কার সৃষ্টি করছে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে ছিনতাই, সন্ত্রাসী হামলা ও পাথর নিক্ষেপের ঘটনা নতুন নয়। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না।
বিবৃতিতে বিপ্লবী ছাত্র পরিষদের পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরা হয়েছে। সেগুলো হচ্ছে—
১. শাটলে হামলায় জড়িত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে।
২. আহত ২ শিক্ষার্থীর যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
৩. শাটলে শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষায় প্রতি বগিতে সার্বক্ষণিক নিরাপত্তারক্ষী দিতে হবে।
৪. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষায় পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন করতে হবে।
৫. সম্পূর্ণ ক্যাম্পাস এলাকা সিসিটিভির ক্যামেরার আওতায় আনতে হবে।
আরএইচটি/এমএন