বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের স্ত্রী ঝর্ণা রায় (৭০) মারা গেছেন।

রোববার (২৯ ডিসেম্বর) বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

গয়েশ্বর রায়ের পুত্রবধূ ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী জানান, বিকেল ৪টায় বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঝর্ণা রায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে আক্রান্ত ছিলেন বলে জানান নিপুণ।

এএইচআর/এসএসএইচ