নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে, আমরা এটা ভাবি না : আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সবাই বলছে আমরা নির্বাচন চাইছি। নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে, দেশবাসী রাজনৈতিক দল এটা ভাবে। কিন্তু আমরা (বিএনপি) এটা ভাবি না।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টন এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা ভাবি নির্বাচন দেশের মানুষের অধিকার। এই অধিকারের জন্য বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে। নিজের জীবনে অর্ধেক সময় জেলখানায় কিংবা পলাতক জীবন কাটিয়েছে, আমি কিংবা আমরা বয়সী যারা আছেন।
বিএনপির বিগত ১৭ বছরের আন্দোলন কি একেবারেই কাজে লাগেনি, সেই প্রশ্ন রাখেন মির্জা আব্বাস। তিনি বলেন, যদি ধরে নেন নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় যাবে, তাহলে এটা কেন ভাবেন না, বিএনপি অত্যন্ত জনপ্রিয় দল। নির্বাচনে যাওয়ার মতো জনপ্রিয়তা আছে। তাহলে আপনাদের ভয় কেন, জনপ্রিয় একটা দল ক্ষমতায় গেলে অসুবিধা কি? কিংবা আমরা তো বলছি না, বিএনপি ক্ষমতায় যাবে। যারা ভাবেব তাদের উদ্দেশ্য বলছি- বিএনপি কখনও ক্ষমতায় যাওয়ার কথা বলেনি। বিএনপি শুধু নির্বাচন চায়, ভোটাধিকার চায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানবীর আহমেদ রবিন প্রমুখ।
এএইচআর/জেডএস