প্রধান উপদেষ্টাকে জয়নুল আবদিন ফারুক
দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দ্রুত নির্বাচন দিন, জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।
রোববার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম।
আরও পড়ুন
জয়নুল আবেদিন ফারুক বলেন, যে দল গণতন্ত্রের ধারাবাহিকতায় পরিচালিত হবে, সংসদকে স্বাধীনভাবে ব্যবহার করবে, দুদকে হস্তক্ষেপ করবে না, বিচার বিভাগে হস্তক্ষেপ করবে না— যদি চান, তাহলে দ্রুত দেশে নির্বাচনের ব্যবস্থা করুন। রোডম্যাপ দিন, নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে ঘোষণা করুন। আবার যেন কারো বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন না করতে হয়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ আপনি সবার কাছে একজন সম্মানিত, বিশ্বস্ত ব্যক্তি। আমরা আপনাকে দিয়ে গর্ব করি।
বিএনপির এই নেতা বলেন, আপনি (ড. ইউনূস) দেশ ও আন্তর্জাতিকভাবে একজন সম্মানিত মানুষ। আপনি দেশের গৌরব, আপনাকেও বিগত সরকার বেইজ্জতি করেছে। আপনার সুনাম নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছে। বর্তমানে আপনার সহযোগীরা কিছু কিছু কথা বলে যাতে আপনার সুনাম নষ্ট হয়। তাই অনুরোধ, এমন কোনো কথা তারা কেউ বলবে না যাতে করে দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি হয়।
তিনি বলেন, মানুষকে শান্তিতে রাখার ব্যবস্থা করুন। এই চার মাসের হু হু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। যেভাবে দাম বাড়ছে এতে মানুষের মনে কোনো শান্তি নেই।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের দোসররা সচিবালয়ে আগুন দিয়ে অনেক গুরুত্বপূর্ণ সম্পদ নষ্ট করেছে। যেখানে রক্ষিত ছিল শেখ হাসিনার নানা দুর্নীতির ফাইল। সেগুলো ছাড়খার হয়ে গেছে। আমরা আশা করব সরকার দ্রুত এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে নাম প্রকাশ করবে। বিচারের আওতায় আনবে। এছাড়া বিভিন্ন জায়গায় এখনো শেখ হাসিনার লোকরা আছে এদেরকে চিহ্নিত করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।
আয়োজক সংগঠনের সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।
এএসএস/এমএসএ