সংস্কারের জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, সংস্কার কোনো নতুন ধারা নয়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। প্রতি মুহূর্তেই সংস্কার হচ্ছে। সংস্কারের ধারা চলতে থাকবে। কিন্তু সংস্কারের জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। আর দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। দেশে আজ সংকট বেড়েই চলেছে। সবচেয়ে বড় সংকট সাধারণ মানুষের। সব কিছুর দাম এমনভাবে বেড়েছে, সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে। দেশে অস্থিরতা সৃষ্টি হয়েছে। একটি নির্বাচিত সরকার থাকলে এই সমস্যা অনেক কমে যাবে। কারণ, নির্বাচিত সরকারের শক্তিটা অন্যরকম। জনগণ তার পেছনে থাকে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে নগরীর চকবাজার ডিসি রোড গনি কলোনির চাঁন মিয়া মুন্সী লেইনে পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, বাংলাদেশের মানুষের বুকে চেপে থাকা আওয়ামী দানব সরে গেছে। তবে বিপদ শেষ হয়নি, নতুন করে বিপদ আসার সম্ভাবনা আছে। সচিবালয়ের মতো নিরাপদ জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিএনপির ওপর সবসময় আঘাত এসেছে। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে। নির্বাচন ছাড়া সাম্প্রতিক পরিস্থিতি সমাধান করা সম্ভব নয়। একমাত্র নির্বাচিত সরকারই পারে এসব সমস্যা সমাধান করতে।
১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শেখ আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এমরান উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা সৈয়দ আমিন মাহমুদ, অধ্যক্ষ খোরশেদ আলম ও মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।
আরএমএন/জেডএস