সংকট শেষ হয়নি, আরও সতর্ক থাকতে হবে
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সংকট এখনো শেষ হয়নি, আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাবেক আহ্বায়ক মরহুম জাহিদ হোসেন চুন্নর ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করে জিয়া শিশু-কিশোর মেলা কেন্দ্রীয় কমিটি।
বিজ্ঞাপন
আসাদুজ্জামান রিপন বলেন, আমাদের সংকট এখনো শেষ হয়নি। ভীষণ একটা সংকটের মধ্যে আমরা আছি। আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন, আগামী নির্বাচন কঠিন হবে এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের সাধারণ মানুষের কাছে যেতে হবে এবং জন আস্থা অর্জন করতে হবে। এছাড়াও তারেক রহমান আমাদের আরেকটা কথা বলেছেন, সেটি হলো, ৫ আগস্টের আগের রাজনীতি এবং ৫ আগস্টের পরের রাজনীতি এক নয়। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, রাজনীতি যদি করতে হয় তাহলে জনগণ কী ভাবে সেটা মাথায় রাখতে হবে। এটা মাথায় না রাখলে রাজনীতি ভুল হয়ে যাবে। আমাদেরকে একটি জিনিস খেয়াল রাখতে হবে আর সেটি হলো, আন্দোলনকে কোনোভাবেই বিভক্ত করা যাবে না। আন্দোলনের স্পিরিটকে কোনোভাবে বিভক্ত করা যাবে না। আন্দোলনকে বিভক্ত করলে পতিত স্বৈরাচার লাভবান হবে। সুতরাং স্বৈরাচারকে লাভবান হতে দেওয়া যাবে না।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, দুর্বল সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। এগুলো ঠিক করার জন্য একটি নির্বাচিত সরকার প্রয়োজন। ২০২৫ সালের মধ্যেই নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের সব সংকটের কারণ হলো নির্বাচন।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, এ সরকার কতটুকু সংস্কার করতে চায় সেটা আমরা জানি না। কিন্তু সংস্কারের নামে বছরের পর বছর তারা যদি ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চায়, এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না।
জিয়া শিশু-কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় জিয়া শিশু-কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এএসএস/জেডএস