ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ১১ ইউনিটে নতুন কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি বাংলা কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের আংশিক কমিটি প্রকাশ করা হলো।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটি অনুমোদন করেন।

গঠিত কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন—

মহানগর পূর্ব শাখার সভাপতি মো. সোহাগ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার। কমিটিতে মোট ১১ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।

উত্তর শাখায় সভাপতি সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। কমিটিতে মোট ১৪ জন সদস্য স্থান পেয়েছেন।

পশ্চিম শাখার সভাপতি মো. রবিন খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জিন্নাহসহ ৯ সদস্যদের কমিটির করা হয়েছে।

দক্ষিণ শাখার সভাপতি শামীম মাহমুদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। কমিটিতে মোট ১০ সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।

এসব কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এএইচআর/এমএ