গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার ভালোভাবে দেশ চালাতে পারছে না। বাস্তবে সদিচ্ছা থাকলেও একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে সরকার। এটা কোনো রাজনীতিবিদের কথা নয়, ১০০ মানুষকে জিজ্ঞাসা করলে ৯০-৯৫ জন একই কথা বলবে। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের এক সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশ শেষে খাদ্যপণ্যের দাম কমান, মানুষ বাঁচান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, জান মালের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মিছিল বের করে দলটি।

সাইফুল হক বলেন, সামাজিকভাবে একটা নৈরাজ্য চলছে। মানুষের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে ৪ মাস পার হয়েছে তবুও মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি, বাকি কাজগুলো কীভাবে করবে। এতো বড় জনসমর্থন এবং রাজনৈতিক দলগুলোর সমর্থনের পরেও সামান্যতম নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।

বাজার পরিস্থিতি এখন পর্যন্ত বেসামাল উল্লেখ করে তিনি আরও বলেন, নিত্যপণ্য এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সিন্ডিকেটের মাধ্যমে মানুষের হাজার-হাজার কোটি লুটপাট হচ্ছে। আমরা আগে জানতাম সরকারের সঙ্গে সিন্ডিকেটের যোগাযোগ আছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে তো কোনো সিন্ডিকেটের সম্পর্ক থাকার কথা নয়, এটাই আমরা বিশ্বাস করতে চাই। কিন্তু এখনও বাজারের নিয়ন্ত্রণ সিন্ডিকেটের হাতে বহাল রয়েছে।

কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার নিন্দা জানিয়ে সাইফুল হক বলেন, কেউ অপরাধ করলে প্রচলিত আইনে তার বিচার হবে। যারা একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করেছে আমরা তার বিচার চাই।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর মানুষ একটা নিরাপদ দেশ চেয়েছিল। চিন্তাহীন জীবন চেয়েছিল। কিন্তু কুমিল্লায় যেভাবে মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুক্তিযুদ্ধকে অপমান করা হয়েছে। এটা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের একটা বক্তব্য দেখেছি, কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার কিংবা আটক করা হয়েছে বলে আমরা শুনিনি।

চাঁদপুরে লঞ্চে খুনের ঘটনা নিয়ে প্রশ্ন তুলে মান্না বলেন, কীভাবে লঞ্চের মধ্যে খুনের ঘটনা ঘটলো। ওই এলাকার লোকজন বলছেন- এই ধরনের ডাকাতির ঘটনা সেখানে প্রায় ঘটে। তার মানে আগের পরিস্থিতিই রয়েছে, তা বদলাতে পারে নাই অন্তর্বর্তী সরকার।

গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেলের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু।

এএইচআর/এমএন