চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, দীর্ঘ ১৬ বছর দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে আমরা রাজপথে লড়াই করেছি। নিজেদের ভাগ্য পরিবর্তন নয় জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য বিএনপির রাজনীতি। জনগণের দল হিসেবে বিএনপি জনগণের পাশে ছিল আগামীতেও থাকবে।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে নগরীর ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের খতিব বাড়ি এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ জনগণের ভাগ্য পরিবর্তনের নামে নিজেদের আখের ঘুছিয়েছে। দুর্নীতির মাধ্যমে জনগণের টাকা আত্মসাৎ করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশের মানুষের সম্পদকে তারা মুষ্টিমেয় দলীয় লোকের হাতে তুলে দিয়েছিল। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না। জনগণের সঙ্গে তাদের আচরণ ছিল প্রভু সুলভ। মানুষের দুঃখ-দুর্দশা লাঘবের পরিবর্তে তা নিয়ে হাসি-তামাশা করাই ছিল তাদের কাজ।

তিনি আরও বলেন, পতিত আওয়ামী লীগ সরকার বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে দিয়েছে। দেশের মানুষ ভালো চলুক, মাথা উচু করে বাঁচুক এটা তারা চায় না। এখনও দেশি-বিদেশি দোসরদের নিয়ে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্ত করছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। যে পরিবর্তনের জন্য ছাত্র-জনতা রক্ত দিয়েছে, বিএনপি যদি জনগণের মেন্ডেট নিয়ে ক্ষমতায় আসে তাদের সব আকাঙ্ক্ষা বাস্তবায়িত করবে। 


বিএনপির সাবেক আহ্বায়ক বলেন, আমাদের নেতা তারেক রহমান সুদূর প্রবাসে বসে জনগণ ও তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছেন। রাষ্ট্র মেরামতে তিনি ইতিমধ্যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন। তারেক রহমান প্রণীত ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আমরা কাজ করবো। এজন্য প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশ গণতান্ত্রিক পথে যাত্রা করবে।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নকীব উদ্দিন ভুঁইয়া, চান্দগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুঁইয়া। 

আরএমএন/এমএন