অসুস্থ খালেদা জিয়া, স্থগিত হলো মুক্তিযোদ্ধা সমাবেশ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা বিবেচনায় আগামী ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দল আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করা হয়েছে।
এর আগে সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে অংশ নেবেন না খালেদা জিয়া।
এএইচআর/এমজে