রাজনীতির সংস্কারের আগে কোনো সংস্কারই গুরুত্বপূর্ণ নয়
রাজনীতির শুভ সংস্কারের ওপরই দেশ, রাষ্ট্র, জীবন, ধর্ম ও মানবতার অস্তিত্ব নির্ভর করে বলে মন্তব্য করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। তিনি বলেন, রাজনীতির সংস্কারের আগে কোনো সংস্কারই গুরুত্বপূর্ণ নয়। রাজনীতির সঙ্গে রাষ্ট্র, জীবন, ধর্ম, অর্থনীতি, ভালো-মন্দ সবকিছু সরাসরি জড়িত।
ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, রাজনীতি সর্বজনীন কল্যাণভিত্তিক হলে রাষ্ট্র সব মানুষের জন্য ভালো হবে। কিন্তু রাজনীতি একক ধর্মের নামে বা জাতিবাদী হলে রাষ্ট্র সব মানুষের কল্যাণের বিপরীতে একক গোষ্ঠীর অন্যায়, অবিচার, শোষণের হাতিয়ার হবে।
বিজ্ঞাপন
শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইমাম হায়াত।
আরও পড়ুন
তিনি বলেন, রাজনীতির চরিত্রই রাষ্ট্রের চরিত্র নির্ধারণ করে। একক গোষ্ঠীবাদী রাজনীতি রাষ্ট্রকে একক স্বৈরতন্ত্রে পরিণত করে। রাজনীতির মানবিক সংস্কার না করে অন্য কোনো সংস্কারই অপশক্তির অন্যায়-অবিচার-স্বৈরতা থেকে জীবন ও রাষ্ট্রের মুক্তি আসবে না।
ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, শুধু দল আর রাজনৈতিক দল এক বিষয় নয়, এটা অবশ্যই বুঝতে হবে। যেকোনো মতবাদ ও দর্শনের ভিত্তিতে নিজ নিজ মতবাদ ও দর্শন প্রচার করা যেতে পারে। তবে সেটি রাষ্ট্রের সঙ্গে মেলানো যাবে না। রাজনৈতিক দল হতে হলে সব মানুষের অধিকার স্বীকার করতে হবে। অবশ্যই সব মানুষের প্রতিনিধিত্বশীল ও সব মানুষের কল্যাণে সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক হতে হবে।
ইমাম হায়াত বলেন, রাজনীতির মৌলিক সংস্কার ছাড়া কেবল কিছু টেকনিক্যাল ও কসমেটিক সংস্কার আঁধার ইতিহাসের কোনো পরিবর্তন হবে না। যেকোনো মডেলে অতীতের অনাচার স্বৈরাচারই বহাল থাকবে। জীবনের স্বাধীনতা স্বীকার ও বাঁচাতে হলে, সব মানুষের রাষ্ট্রীয় মালিকানা স্বীকার ও প্রতিষ্ঠা করতে হলে, সব ধর্মের অনুসারীদের ধর্ম পালনের স্বাধীনতা স্বীকার ও প্রবাহিত রাখতে হলে, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক ভ্রাতৃত্ব বজায় রাখতে হলে, একক গোষ্ঠীর স্বৈরাচার-ফ্যাসিবাদ নিপীড়ন আতঙ্কমুক্ত জীবন ও রাষ্ট্র হতে হলে একক গোষ্ঠীর রাজনীতি স্বৈররাজনীতি এবং রাষ্ট্রবিরোধী-ধর্মবিরোধী কর্মকাণ্ড সাংবিধানিকভাবে নিষিদ্ধ ও বাতিল করে দেশ, রাষ্ট্র, ধর্ম ও জীবন রক্ষা করতে হবে।
এমএইচএন/এসএসএইচ