চট্টগ্রামে আইনজীবী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চায় বাসদ
সারা দেশে সাম্প্রদায়িক উসকানি, উন্মাদনা ও হামলা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। একই সঙ্গে তারা চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার, সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, উসকানিদাতাদের চিহ্নিত করে বিচার দাবি করেছে দলটি।
বুধবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চেতনা ছিল বৈষম্যবিরোধী। ধর্মীয় বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, নারী-পুরুষের বৈষম্যসহ সমাজে বিরাজমান সব বৈষম্যের অবসান। কিন্তু সেই চেতনা এবং অর্জনকে ধ্বংস করার জন্য দেশে চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। দেশবাসী শহিদের রক্ত ব্যর্থ হতে দেবে না। ৫ আগস্টের পর থেকে নানা গোষ্ঠী ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে সংখ্যালঘুদের মন্দির, বাড়িঘরে হামলা করছে, মাজার-আখড়া ভাঙচুর করেছে। বাম গণতান্ত্রিক জোট, বাসদ-সিপিবির সমাবেশে হামলা করে ভাঙচুর করছে। সংবাদপত্রের অফিসে ভাঙচুর করেছে। নির্মমভাবে মানুষকে খুন করছে। এই গণ-শত্রুদের চিহ্নিত করে বিচার করতে হবে। অভ্যুত্থানের বিজয়কে অক্ষুণ্ন রাখতে হবে।
তারা আরও বলেন, চট্টগ্রামে প্রকাশ্যে একজন আইনজীবীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা জঘন্য অপরাধ। এর সঙ্গে যুক্তদের গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে এবং সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সব দেশপ্রেমিক ও গণতান্ত্রিক মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শম্পা বসু ও কেন্দ্রীয় কমিটির বর্ধিত ফোরামের সদস্য খালেকুজ্জাম লিপন
এমএইচএন/এমজে