বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি নিয়ে প্রতিরক্ষা বাহিনীকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেন, মামলা নিষ্পত্তি হওয়ার আগেই মইনুল রোডের বাড়ি থেকে খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল। তার সেই স্মৃতি বিজড়িত জায়গাটি নিয়ে এমন কিছু পদক্ষেপ নেন, যাতে তিনি তার ক্ষত সারিয়ে নিতে পারেন। দেশবাসীও যাতে মনে করে খালেদা জিয়ার প্রতি যে অন্যায়-অবিচার হয়েছে তার কিছুটা হলেও যাতে প্রতিকার হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) প্রচার দলের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন মোয়াজ্জেম হোসেন আলাল।

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, খালেদা জিয়া এ দেশের সূর্য সৈনিক। তিনি সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রী। তিনি সেনা দিবসে ক্যান্টনমেন্ট যাবেন এটাই স্বাভাবিক। তবে সেখানে তার যে অনুভূতি বা অভিব্যক্তি দেখেছি তাতে মনে হয়েছে একটি পাখিকে বহু বছর পায়ে শিকলবন্দি করে রাখা হয়েছিল। সে পাখিকে মুক্ত করে দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টা কিছুদিন আগে বলেছিলেন নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে। সিইসিসহ পাঁচ জন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে বৃহস্পতিবার এর প্রথম পদক্ষেপ দেখলাম।

এসময় উপস্থিত ছিলেন প্রচার দলের সভাপতি মাহফুজ কবির, সাধারণ সম্পাদক আকবার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আল আমিন, সহ-সভাপতি আজিজুস সামাদ, রুহুল আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিদুজ্জামান ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, সাংগঠনিক সম্পাদক এম আক্কাস আলী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রুহুল আমিন খান, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।

এএইচআর/এসএসএইচ