বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৫ আগস্ট বাংলাদেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের আন্দোলনে রূপান্তরিত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ ঢাকা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা-২০২৪ অনুষ্ঠানে এ কথা বেলন তিনি।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলন দুই মাসের ব্যবধানে গণতন্ত্রের আন্দোলনে রূপান্তরিত হয়েছিল মন্তব্য করেন মঈন খান বলেন, যা পরে মৌলিক ও ভোটাধিকার পুনরুদ্ধার এবং মানবাধিকার-বেঁচে থাকার অধিকার আদায়ের আন্দোলনে পরিণত হয়।

বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের এ আন্দোলনের সূচনা করেছিল উল্লেখ করে তিনি বলেন, এ কারণে বিএনপির লাখ লাখ নেতাকর্মীর নামে ফ্যাসিস্ট সরকার মামলা দিয়েছিল। এই নেতাকর্মীরা বিগত ১৫ বছর আন্দোলন-সংগ্রাম করে একটি উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করেছিল। সেই পরিস্থিতিতে বৈষম্যবিরোধী আন্দোলন নতুন করে শুরু হয়েছিল। যার পরিণতিতে ৫ আগস্ট এ আন্দোলন বাংলাদেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের আন্দোলনে রূপান্তরিত হয়েছিল।

আন্দোলনের ধারাবাহিকতায় স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে– মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

জুলাই-আগস্টের আন্দোলনে কারো একার কৃতিত্ব নেই উল্লেখ করে মঈন খান বলেন, এটি দেশের ছাত্র-জনতা সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অর্জন হয়েছে।

এসময় অন্তর্বর্তী সরকারকে শুধু সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, ততটুকু সংস্কার করে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।

এএইচআর/এসএসএইচ