উপদেষ্টা নিয়োগসহ সাম্প্রতিককালে অন্তর্বর্তীকালীন সরকারের বেশকিছু কার্যক্রমে উদ্বেগ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক প্লাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। কমিটির দাবি, উপদেষ্টা নিয়োগসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে অভ্যুত্থানের অংশীজনদের মতামত এবং পরামর্শকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, যা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ।

সোমবার (১১ নভেম্বর) জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব অভিযোগ উপস্থাপন হয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিককালে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কার্যক্রমে জাতীয় নাগরিক কমিটি উদ্বিগ্ন। জুলাই অভ্যুত্থানে যে ন্যায়বিচার, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক নেতৃত্বের আহ্বান জানানো হয়েছিল, সরকারের বর্তমান কর্মকাণ্ডে তা অনেকাংশেই প্রতিফলিত হচ্ছে না। উপদেষ্টা নিয়োগসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সঠিক ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় এবং অভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে গ্রহণ করা হচ্ছে না বলে আমরা মনে করি।

অভ্যুত্থানের অংশীজনদের মতামত এবং পরামর্শকে গুরুত্ব না দেওয়া হলে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, আমরা, জাতীয় নাগরিক কমিটি, রাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বচ্ছতা বজায় রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ভবিষ্যতে অভ্যুত্থানের অংশীজনের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। 

টিআই/এমএ