রাজনীতিতে নম্বর ওয়ান স্থানে যাওয়া জামায়াতের লক্ষ্য নয়, দ্বীন বিজয়ই মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

তিনি বলেছেন, রাজনীতিতে ইতোমধ্যেই নানা পরিসংখ্যানে দেশে জামায়াত এক নম্বর স্থানে আছে বলে প্রচার হচ্ছে। কিন্তু রাজনীতিতে এক নম্বরে যাওয়া আমাদের লক্ষ্য নয় বরং ইকামাতে দ্বীনের বিজয়ই আমাদের প্রথম টার্গেট।

শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর তা'মিরুল মিল্লাত কামিল মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের শ্যামপুর-কদমতলী জোনের উদ্যোগে আয়োজিত ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, রাসূল (সা.) সোনার মদিনা রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেই কেবল বসে থাকেননি। তিনি স্বয়ং মাঠে কর্মে ঝাঁপিয়ে পড়েছিলেন। আল্লাহ তাআলা শুধু দোয়া মোনাজাত করেই বসে থাকার ওপরে ফলাফল প্রদান করেন না। কর্মে নিয়োজিত হওয়ার পরে বিজয় ও সুনির্দিষ্ট লক্ষ্যে ব্যক্তিকে পৌঁছে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ।

তিনি আরও বলেন, গত ৫ আগস্ট বাংলাদেশের ছাত্রজনতা কেবল স্বপ্ন দেখেই বসে থাকেনি। ময়দানে ঝাঁপিয়ে পড়ে বুকের রক্ত ঢেলে দিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেছে।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ইসলামী আন্দোলনের দায়িত্বশীল হিসেবে আমাদেরকে আনুগত্যের সর্বোচ্চ নজির স্থাপন করতে হবে। যেকোনো কঠিন পরিস্থিতেও ইকামাতে দ্বীনের কাজে সক্রিয় থেকে ইসলামের বিজয়কে ত্বরান্বিত করতে হবে। আমাদেরকে কৌশল ও বিনয়ের মাধ্যমে সব স্থানে সংগঠনকে তুলে ধরতে হবে।

জেইউ/এমজে