‘শিক্ষাব্যবস্থা ধ্বংসকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে’
জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন খান বলেছেন, নতুন কারিকুলামের নামে ফ্যাসিস্ট আওয়ামী সরকার তিন হাজার কোটি টাকা লুটপাট করেছে, যা তদন্ত কমিটির প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। শিক্ষাব্যবস্থা ধ্বংসের সঙ্গে জড়িত সব দুর্নীতিবাজ কর্মকর্তা ও কুশীলবদের আইনের আওতায় এনে দুর্নীতির দৃষ্টান্তমূলক বিচার করতে হবে, যাতে করে ভবিষ্যতে আর কেউ শিক্ষা নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।
শুক্রবার (১ নভেম্বর) জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আব্দুস সবুরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিনিয়র সহ সভাপতি বি এম জাকারিয়া, সহ সভাপতি উপাধ্যক্ষ নেসার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক মো. আল আমিন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব প্রমুখ।
আরও পড়ুন
সিনিয়র সহ-সভাপতি এবিএম জাকারিয়া বলেন, ২০২৫ সালের বইয়ে জুলাই অভ্যুত্থানের ঘটনা প্রবাহ অন্তর্ভুক্ত করতে হবে। এক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার পাশাপাশি যেসব সংগঠন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, সেই সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। বাংলাদেশে বারবার ইতিহাস বিকৃতি হয়েছে। এমনভাবে এই অভ্যুত্থান পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করতে হবে যাতে কেউ প্রশ্ন তোলার সুযোগ না পায়।
সভায় বক্তারা বলেন, শুধু ড, জাফর ইকবালের বই লেখা বাদ দিলেই চলবে না, বরং প্লেজারিজমের অভিযোগে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগামী প্রজন্মকে ধ্বংসের মূল পরিকল্পনাকারী হিসেবে ড. জাফর ইকবালকে বিচারের মুখোমুখি করতে হবে।
ওএফএ/এসএসএইচ