ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়তে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা।

তিনি বলেন, সবার আগে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জাতিকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নেই। দেশকে অপশাসন ও দুঃশাসন মুক্ত করতে হলে কুরআন-সুন্নাহভিত্তিক ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর মিরপুরের স্থানীয় মিলনায়তনে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান মূসা বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী ও ফ্যাসীবাদী শক্তির পতন ঘটানোর মাধ্যমে দেশে নতুন করে সূর্যোদয় ঘটেছে। আমরা এই ঐতিহাসিক বিজয়কে কোনো ভাবেই ব্যর্থ হতে দিতে পারি না। তাই আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। দেশে গণতন্ত্র  ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে স্বৈরাচার সৃষ্ট সব জঞ্জালমুক্ত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। 

তিনি বলেন, আগস্ট বিপ্লবকে অর্থবহ ও মজবুত ভিত্তি দিতে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান ও বুদ্ধিভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীর সব স্তরের জনশক্তিকে মুক্ত জ্ঞান চর্চা ও  ঘরে ঘরে দাওয়াত সম্প্রসারণ করতে হবে।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জোন পরিচালক মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা  মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মুস্তাফিজুর রহমান ও জোন টিম সদস্য আব্দুল্লাহ মুয়াজ।

জেইউ/এমএ