সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদের নির্বাচন এবং নির্বাচিত গণপরিষদের মাধ্যমে সংবিধান গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট। রোববার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

এতে ফ্রন্টের আহ্বায়ক আবদুল হান্নান আল হাদী বলেন, ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির সদস্যরা ১৯৭০ সালের পাকিস্তানের এমএনএ ওএমপিএদের দ্বারা গঠিত। যারা তৎকালীন এলএফও দ্বারা পাকিস্তানের সংবিধান রচনার জন্য নির্বাচিত হয়েছিলেন, তাদের বাংলাদেশের সংবিধান রচনার কোনো ম্যান্ডেট ছিল না। তাছাড়া শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণায় বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ইসলামের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা।

তিনি আরও বলেন, কাজেই ১৯৭২ সালের ৪ নভেম্বর তথাকথিত গণপরিষদে যে সংবিধান গৃহীত হয় তা বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান থাকবে, অবিলম্বে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদের নির্বাচন এবং নির্বাচিত গণপরিষদের মাধ্যমে সংবিধান গ্রহণ করা হোক।

ওএফএ/এসএসএইচ