তুরস্কের মিল্লি গুরুস আন্দোলনের অন্যতম সিপাহসালার প্রফেসর ড. নাজিমুদ্দিন এরবাকানের দীর্ঘদিনের সহকর্মী সাবেক মন্ত্রী রেজাই কোতানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রেজাই কোতান ফাজিলত পার্টি (১৯৯৭-২০০১) ও সাদেত পার্টির (২০০১-০৩, ০৬-০৮) সাবেক চেয়ারম্যান ছিলেন। 

রেজাই কোতানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “তুরস্কের মিল্লি গুরুস আন্দোলনের অন্যতম সিপাহসালার ও সাবেক মন্ত্রী রেজাই কোতানের ইন্তিকালে তুরস্কের জনগণ ও মুসলিম বিশ্ব একজন যোগ্য নেতাকে হারালো। তিনি তুরস্কের উন্নতি ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। তুরস্ক ও মুসলিম বিশ্ব তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবেন।

জেইউ/এনএফ