কিশোরগঞ্জের ভৈরবের শিমুলকান্দি ইউনিয়ন গণঅধিকার পরিষদ শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সভা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি বিজয় অর্জন করেছি। এই ঐক্যকে বিনষ্ট করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। আন্দোলনে অর্জিত নতুন বাংলাদেশে দখলদারিত্ব চলবে না। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে দখলদারিত্ব চলছে, আমরা স্পষ্টভাবে বলছি এসব দখলদারিদের বিরুদ্ধে আমাদের অবস্থান।

‘অভিযোগ রয়েছে গণহত্যায় নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের এলাকায় ফেরাচ্ছে বিএনপির নামধারী এক শ্রেণির লোক। এদের বিরুদ্ধে বিএনপির ব্যবস্থা নিতে হবে। বিএনপি আমাদের মিত্র, গত ১৫ বছরে তারাও গুম-খুন ও নির্যাতনের শিকার হয়েছে। যারা চাঁদাবাজি করছে, দখলদারি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বিএনপিকে এখন প্রমাণ করতে হবে বিএনপি ও আওয়ামী লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ  নয়।’

তিনি বলেন, কক্সবাজারে দুর্বৃত্তদের হামলায় সেনা অফিসার নিহত— এটা সামান্য কোনো বিষয় নয়। পাশের দেশের গোয়েন্দা সংস্থা এখনও এই দেশে তৎপর। তারা বাংলাদেশে বিশৃঙ্খলা করার ষড়যন্ত্রে লিপ্ত। তাদের এই ষড়যন্ত্রকে মোকাবিলা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা বিভক্ত হয়ে গেলে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা সুযোগ নিতে পারে।

‘১৮ মাসের ভেতর নির্বাচন নিয়ে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে তা ইতিবাচক হিসেবে দেখছে গণঅধিকার পরিষদ। আমরা চাই রাষ্ট্র সংস্কার করে করে দ্রুত সময়ের নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা হোক।’ 

আবু হানিফ আরও বলেন, গণঅধিকার পরিষদ আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে কিংবা ক্ষমতার অংশীদার হলে কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ দেবে। দেশের বেকারত্ব কমানোর জন্য নতুন নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য শিক্ষিত বেকার যুবকদের নামমাত্র সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করবে।

ভৈরব উপজেলা গণঅধিকার পরিষদের সদস্যসচিব ইমতিয়াজ কাজলের সভাপতিত্বে ছাত্র নেতা জুনায়েদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক মোখলেছুর রহমান উজ্জ্বল, কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, আহ্বায়ক নাসির উদ্দীন, কটিয়াদি উপজেলা আহ্বায়ক মহসিন, সদর উপজেলা সদস্যসচিব মোস্তফা কামাল, বাজিতপুর উপজেলার নেতা হুমায়ুন আহমেদ ও ইকবাল হাসান প্রমুখ।

এমএ