স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে দেখতে হাসপাতালে ইশরাক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস. এম. জিলানীকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তিনি চিকিৎসাধীন নেতৃবৃন্দের খোঁজ-খবর নিতে হাসপাতালে যান।
বিজ্ঞাপন
এ সময় ইশরাক হোসেন আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদও তার সঙ্গে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
উল্লেখ্য, গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) গোপালগঞ্জে নিজ এলাকায় যাওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের অতর্কিত হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস. এম. জিলানী গুরুতর আহত হন। হামলায় তার সহধর্মিণী এবং গোপালগঞ্জ মহিলা দলের আহ্বায়ক রওশন আরা রত্নাসহ অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আহন হন। এছাড়া স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
আরএইচটি/এমএ