আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের (১৫ সেপ্টেম্বর) সমাবেশ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হবে। সারাদেশে বৈরী আবহাওয়ার কারণে সমাবেশ করার জন্য কতটা উপযোগী তা নিয়ে ভাবছেন দলটির নেতারা। 

বিএনপির মিড়িয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির পক্ষে থেকে রাত ৮টায় জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এতে দলের মহাসচিব অথবা স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখতে পারেন।

বিএনপির একটি সূত্র জানান, গণতন্ত্র দিবস উপলক্ষ্যে রোববার (১৫ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সমাবেশ হওয়ার কথা রয়েছে। সেই অনুযায়ী সমাবেশ মঞ্চ তৈরি কাজ প্রায় হয়ে গেছে। কিন্তু দেশের এই বৈরী আবহাওয়া সমাবেশ করাটা একদম উপযুক্ত নয়। যে কারণে হয়তো সমাবেশ পেছানোর ঘোষণা আসতে পারে।

সূত্রটি আরও জানায়, সমাবেশ পেছানোর ঘোষণা দিতে হয়তো সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

এএইচআর/জেডএস