জাসদ অফিস বেদখলের অপচেষ্টা ও চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্ত, দুষ্কৃতকারী ও চোরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে আহ্বান জানানো হয়েছে।

আজ (শনিবার) জাসদের সহ-দপ্তর সম্পাদক প্রকৌশলী হারুন অর রশীদ সুমনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।

এতে বলা হয়, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন এক বিবৃতিতে অভিযোগ করে জানিয়েছেন যে, দেশে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জাসদের রাজনৈতিক প্রতিপক্ষ কতিপয় দুর্বৃত্তরা আজ (শনিবার) বিকেল সাড়ে ৪টায় জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের তালা ভেঙে ঢুকে কম্পিউটার, ল্যাপটপসহ অফিসের ব্যবহার্য সামগ্রীর চুরি করে নিয়ে যায়।

জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন জাসদ অফিস বেদখলের অপচেষ্টা ও চুরির ঘটনার নিন্দা জানান এবং আইনপ্রয়োগকারী সংস্থাকে এই ঘটনার সঙ্গে যুক্ত দুর্বৃত্ত, দুষ্কৃতকারী ও চোরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এমএসআই/এমএ