আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসে ‘সাধারণ ছাত্র ও জনতার কার্যালয়’ লেখা ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) সকালে দলটির কেন্দ্রীয় অফিসে গিয়ে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর উত্তেজিত সাধারণ জনতার দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। দলের কোনো চিহ্ন নেই এই কার্যালয়ে। তবে এবার কে বা কারা ‘সাধারণ ছাত্র ও জনতার কার্যালয়’ ব্যানার লাগিয়ে দিয়েছে কার্যালয়ের সামনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার বিকেলে কয়েকজন এই ব্যানার লাগিয়ে দিয়েছেন। তবে তারা কে বা কারা, সে পরিচয় নিশ্চিত করা যায়নি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ থেকে পালান টানা চারবারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখা হাসিনা। এরপরই বিক্ষুব্ধ ছাত্রজনতা আওয়ামী লীগের এই অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এমএসআই/এমএ