দেশের বিদ্যমান অস্থিরতায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে রাজধানীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সকল মন্দির, প্যাগোডা ও গীর্জার নিরাপত্তায় কাজ করছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা।

বুধবার (৭ আগস্ট) পুরান ঢাকার জয়কালি মন্দির পরিদর্শন করেন জামায়াতে ইসলামী ওয়ারী পূর্ব থানার আমির মুতাসিম বিল্লাহ, সূত্রাপুর থানা আমির দাইয়ান সালেহীন, ওয়ারী পশ্চিম থানার আমির মাহফুজুর রহমান, এম করিম বাবু, ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য স্থানীয় জামায়াতের নেতারা।

এসময় জামায়াত নেতারা মন্দিরের নিরাপত্তার জন্য যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সন্তুষ্টি প্রকাশ করে উক্ত মন্দিরের দায়িত্বে থাকা শ্রী প্রাণো জামায়াত নেতাদের ধন্যবাদ জানান এবং পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অন্যদিকে জামায়াতে ইসলামী সূত্রাপুর উত্তর থানার পক্ষ থেকে সূত্রাপুর থানায় সৌজন্য সাক্ষাৎ এবং সহযোগিতার জন্য যাওয়া হয়। কিন্তু থানায় কোনো কর্মকর্তা বা পুলিশ সদস্যকে পাওয়া যায়নি। সেখানে আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়, তাদের সঙ্গে জামায়াতের সৌজন্যতা বিনিময় হয়।

জেইউ/পিএইচ