মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি দীর্ঘদিনের হলেও শাসকগোষ্ঠীর দলগুলো ক্ষমতার খেলার কৌশলের সমীকরণে নিষিদ্ধ করেনি। এতদিন তারা নিজেদের স্বার্থে বারবার ব্যবহার করেছে। এখন স্মরণকালের মধ্যে সংঘটিত অন্যতম হত্যাযজ্ঞের বিচার, রাষ্ট্রীয় সম্পদের ধ্বংসযজ্ঞ ঠেকাতে না পারার দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। বর্তমান সরকার তার ক্ষমতায় থাকার কৌশল হিসেবে জামায়াত-শিবির নিষিদ্ধ করেছে।

শুক্রবার এক বিবৃতিতে  বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধাপরাধী হিসেবে নয়, সন্ত্রাসী সংগঠন হিসেবে জামায়াত–শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে, যা জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থি।

সংবিধানের চার মূলনীতি প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখাসহ সরকারের পদত্যাগসহ শিক্ষার্থী–জনতার দাবি আদায়ে চলমান আন্দোলন অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সিপিবি।

এদিকে শুক্রবার এক বিবৃতিতে যুব ইউনিয়ন বলেছে, যুদ্ধাপরাধী দলকে সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ করার বিষয়টি হাস্যকর।

এমএ