গণগ্রেপ্তারের নামে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

তিনি বলেন, ভীতি ছড়িয়ে শিক্ষার্থীদের কখনোই দমিয়ে রাখা যায় না। গণগ্রেপ্তারের নামে শিক্ষার্থীদের হয়রানি করা অবিলম্বে বন্ধ করতে হবে।

মঙ্গলবার পল্টনে দলের কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের দ্রুততম সময়ের মধ্যে মুক্তির দাবি জানিয়েছেন চরমোনাই পীর। 

ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজীর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের।

আরও উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ইউসুফ আহমাদ মানসুর, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন নূরসহ অনেকে।

এমএসএ