চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিংসাত্মকমূলক কটূক্তি করেছেন বলে দাবি করেছে ছাত্রদল। সংগঠনটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়।

মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

ছাত্রদল সভাপতি বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও সরকারি বাহিনীর হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা জানিয়ে রাকিবুল ইসলাম বলেন, আমরা সাংগঠনিকভাবে আন্দোলনে না থাকলেও রাজপথে আন্দোলনকারীদের সঙ্গে থাকব।

‘কোটা সংস্কারের আন্দোলন ইস্যু ভিন্ন খাতে যেন না যায় সেজন্য ছাত্রদলের ব্যানারে নয়, বরং সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রদল কোটা সংস্কার আন্দোলনে থাকবে।’

ছাত্রদল সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর কটূক্তি ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আগামীকাল (বুধবার) দেশের প্রতিটি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবে ছাত্রদল।

সংবাদ সম্মেলন শেষে ছাত্রদলের নেতাকর্মীরা নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেন।

এএইচআর/এসএসএইচ