কোটাবিরোধী আন্দোলন
ধানমন্ডি থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আওয়ামী লীগ
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে কোটাবিরোধী আন্দোলন পর্যবেক্ষণ করছেন আওয়ামী লীগ নেতারা।
সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতারা পর্যবেক্ষণে বসেছেন।
বিজ্ঞাপন
বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু প্রমুখ উপস্থিত রয়েছেন।
দলীয় সূত্র মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছেন। দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। কোটাবিরোধী আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করতে সন্ধ্যায় বৈঠকে বসে দলটির সিনিয়র নেতারা।
এমএসআই/এসএসএইচ