জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেছেন, কোটা পদ্ধতির নামে দেশে মেধাবীদের বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে। ৫৬ শতাংশ কোটা বিশ্বে বিরল।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সবুর ফকির বলেন, কোটার মাধ্যমে বৈষম্যের দেয়াল তৈরি হচ্ছে। এই বৈষম্যবিরোধী চলমান আন্দোলনে সবার সহযোগিতা করা নৈতিক দায়িত্ব। এক্ষেত্রে ছাত্রদের পাশাপাশি অভিভাবকদেরও সোচ্চার হতে হবে।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারি কর্মকর্তাদের দুর্নীতি বিশেষ করে পিএসসির প্রশ্নপত্র ফাঁস এবং সিলেট ও মৌলভীবাজারে চলমান বন্যায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে উদাসীনতার জন্য তিনি সরকারকে দায়ী করেন। বলেন, দেশের জনগণ সুযোগ পেলে অবশ্যই জামায়াতে ইসলামীর প্রতি তাদের ভোট, ভালোবাসা ও সমর্থন প্রকাশ করবে।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কুরআন ও হাদিস অধ্যয়নের মাধ্যমে ইসলামের মৌলিক জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করে সেই আলোকে নিজ জীবন ও সংগঠনের মজবুত ভিত্তি গড়ে তুলতে হবে। সেইসঙ্গে জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করাতে প্রয়োজনে সব আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

জেইউ/এমএ