হিজরি নববর্ষ উপলক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুলাই) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে এ  স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।

স্বাগত মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবন্ধী ও নারী কোটা থাকলেও তা সর্বোচ্চ ১০ শতাংশের বেশি নয়। উন্নত সব দেশে মেধার ভিত্তিতেই চাকরিতে নিয়োগ দেওয়া হয়ে থাকে। অন্যদিকে যার ব্যতিক্রম একমাত্র আমাদের দেশে। বাংলাদেশের বেকারত্বের হার দিন দিন বাড়ছে, এ অবস্থায় ৫০ শতাংশের অধিক কোটার কারণে বেকারত্ব যেভাবে বাড়বে, একইসঙ্গে দেশ থেকে মেধা পাচার হয়ে যাবে।

তিনি আরও বলেন, বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বহাল রেখে মেধাবীদের অবমূল্যায়ন করার কোনো যৌক্তিকতা নেই। এ অবস্থায় সরকারকে আহ্বান করব দ্রুত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল করুন।

স্বাগত র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন নূর, প্রশিক্ষণ সম্পাদক মিশকাতুল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক হোসাইন বিন সারোয়ার, প্রকাশনা সম্পাদক নাজিম উদ্দিন, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক ইব্রাহীম খলিল, কওমি মাদ্রাসা সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ, প্রচার ও মিডিয়া সম্পাদক ইউসুফ মালিক, স্কুল ও কলেজ সম্পাদক আশিকুল ইসলাম,   ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি এম জসীম খাঁ, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আব্দুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি আবু হানিফ প্রমুখ।

স্বাগত র‌্যালি শেষে হিজরি নববর্ষ উপলক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী দেশবাসী এবং সারা দেশের নেতাদের হিজরি সনের শুভেচ্ছা জানান।

এনটি/এসএসএইচ