রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চারটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে তিনজন পথচারী আহত হয়েছেন। তাদেরকে পাশের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) বিকেল পাঁচটার দিকে এ বিস্ফোরণ ঘটে। এ সময় আশপাশের পথচারীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং বলেন, বিএনপি কার্যালয়ের অপরপাশের সড়ক থেকে মোটরসাইকেল থেকে একদল দুর্বৃত্ত ককটেল ছুঁড়ে মারে। ককটেলগুলো কার্যালয়ের নিচে লাইব্রেরির সামনে বিস্ফোরিত হয়। এতে তিনজন পথচারী আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

সরেজমিন দেখা যায়,  বিস্ফোরণের ঘটনায় পর বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এএইচআর/এমজে