ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের ফলাফল শূন্য। তিস্তার পানির ন্যায্য হিস্যার ব্যাপারে কোনো কথা নেই। ৫৪টি অভিন্ন নদীর পানির অধিকার থেকে আমরা বঞ্চিত। সীমান্ত হত্যার ব্যাপারে কোনো আলোচনা নেই।

রোববার (২৩ জুন) রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন দলের সহকারী মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ, মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক আহমদ আবদুল কাইয়ুম, দপ্তর সম্পাদক লোকমান হোসাইন জাফরী প্রমুখ।

ইউনুছ আহমাদ বলেন, চুক্তির নামে ভারতকে ট্রানজিট দেওয়ার ষড়যন্ত্র দেশবাসী মেনে নেবে না। ঐক্যবদ্ধভাবে জনগণকেই তা প্রতিহত করতে হবে।

ওএফএ/এসএসএইচ