এনবিআর থেকে মতিউর রহমানকে সরিয়ে চোর ও দুর্নীতিবাজদের রক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারি ডা. মুহাম্মদ শহিদুল ইসলাম।

রোববার (২৩ জুন) এক বিবৃতিতে এ মন্তব্য করেন তারা।

নেতারা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে দুর্নীতির কারণে তার পদ থেকে সরিয়ে দিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছে সরকার। শুধু তাই নয় মতিউরকে তার পরিবারসহ দেশত্যাগে সরকার সহযোগিতা করেছে।

তারা আরও বলেন, বেনজীর, মতিউর, আজিজদেরকে সরকার কৌশলে বাঁচিয়ে দিচ্ছে। এসব দুর্নীতিবাজদের কেবল পদ থেকে সরিয়ে দেওয়াই সমাধান নয়, বরং এদের গ্রেপ্তার করে আইনের হাতে তুলে দিতে হবে। সেইসাথে তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। বিদেশে পাচার করা সব টাকা দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।

জেইউ/পিএইচ