খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া করা হয়েছে।
শনিবার (২২ জুন) বাদ জোহর নয়াপল্টনে জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, মাহবুবুল হক নান্নু প্রমুখ।
এর আগে শুক্রবার (২১ জুন) মধ্যরাতে খালেদা জিয়া শ্বাসকষ্ট দেখা দিলে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে সিসিইউতে ভর্তি করানো হয়। বর্তমানে খালেদ জিয়াকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর্থ্রাইটিস, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার গত বছরের ২৭ অক্টোবর রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়।
এএইচআর/জেডএস