জামায়াতে ইসলামী ও বিএনপি সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যকে মিথ্যাও  কুরুচিপূর্ণ দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার (৪ মে) এক বিবৃতিতে এ নিন্দা জানান। 

জামায়াত সেক্রেটারি বলেন, বিএনপি মহাসচিবের কিছু মন্তব্যকে কেন্দ্র করে গত ৩ জুন এক বিবৃতিতে জামায়াতে ইসলামী ও বিএনপি সম্পর্কে যেসব মন্তব্য ওবায়দুল কাদের করেছেন তা বিষোদগারপূর্ণ ও হিংসাত্মক। তার এ মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

জামায়াত নেতা বলেন, স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক শক্তি হিসেবে অভিহিত করে ওবায়দুল কাদের জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা অসত্য এবং রাজনৈতিক।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশবাসী সবাই অবগত আছেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সহযাত্রী হিসেবে বিএনপি ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক সম্পর্ক বিদ্যমান। ১৯৮৩ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত জামায়াত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে জোরালো ভূমিকা পালন করছে। ওবায়দুল কাদেরের মনে থাকার কথা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ১৫ দল, ৭ দল ও জামায়াতে ইসলামীর ঘোষিত কর্মসূচি জনগণ স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে। সে সময় একই ইস্যুতে আওয়ামী লীগ ও বিএনপি আন্দোলন করেছে। 

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণ করে জামায়াত সম্পর্কে কিছু মন্তব্য করেছেন৷ ওবায়দুল কাদের তাতে নাখোশ হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে ভিত্তিহীন, মিথ্যা ও রাজনৈতিক প্রতি-হিংসাপরায়ণ বক্তব্য দিয়ে মনের ঝাল বের করেছেন। এতে তার নিজের মর্যাদাই ক্ষুণ্ণ হয়েছে।
 
তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বীদের জায়গা-জমি, ঘর-বাড়ি ও উপাসনালয়ের ভূমি কারা দখল করেছে এবং তাদের ইজ্জত ও সম্পদের উপর কারা হামলা করেছে, জনগণ তা ভালো করেই জানে। আর এ সমস্ত অপকর্মের সঙ্গে যারা জড়িত জনগণ তাদেরকেই সাম্প্রদায়িক-সম্প্রীতি বিনষ্টের হোতা বলে মনে করে। কাজেই এ ধরনের হিংসাত্মক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। 

নিজের মর্যাদার কথা বিবেচনা করে জামায়াত সম্পর্কে আপত্তিকর ও নেতিবাচক বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি আহ্বান জানান তিনি।

জেইউ/এমএসএ