বেনজীরকে নিয়ে সরকার নাটক করছে : ইসলামী আন্দোলন
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে নিয়ে সরকার নাটক শুরু করেছে। শত শত কোটি টাকায় অভিযুক্ত বেনজীর কী করে সবার চোখ ফাঁকি দিয়ে ইমিগ্রেশন পার হলো এ প্রশ্ন আজ জনগণের। সরকার তাকে দেশত্যাগে সহযোগিতা করেছে কি না সেটিও ভাবনার বিষয়।
রোববার (২ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এবং সেক্রেটারি ডা. শহীদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তারা বলেন, আজিজ থেকে বেনজীর সবই এই অবৈধ সরকারের সৃষ্টি। এ ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্যে রাষ্ট্রের প্রশাসনকে ব্যবহার করেছে। এমনকি অবাধ দুর্নীতির সুযোগও তারাই দিয়েছে। বেনজীর একদিনে দুর্নীতিবাজ হয়নি। তাদের ব্যবহারের জন্য সরকার নানা সুযোগ-সুবিধা দিয়ে দুর্নীতিপরায়ণ বানিয়েছেন। সরকারের মন্ত্রীরা এখন বলছে, বেনজীর দেশে আছে কি নেই তারা জানেন না। তাহলে কারা জানে? স্বরাষ্ট্রমন্ত্রীর অজানার বিষয়টি হাস্যকর ও নাটকীয়তার শামিল।
নেতৃদ্বয় বলেন, শুধু বেনজীর আর আজিজ সাহেব নয়, প্রশাসনে এমন হাজারো আজিজ আর বেনজীর সৃষ্টি হয়েছে। এসবই সরকারের সৃষ্টি।
এ সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিকদের প্রতি নেতৃদ্বয় আহ্বান জানান।
জেইউ/কেএ