বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা মহানগর বিএনপি।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে ঢাকা মহানগর উত্তরের ১০টি স্থানে দুস্থ ও শ্রমজীবী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করে দলটি। 

দুপুরে শেরে বাংলা নগরের লায়ন্স চক্ষু হাসপাতালের সামনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।

এরপর ভাষাণটেক যুবদল ঢাকা মহানগর উত্তর উদ্যোগে খাবার বিতরণ কর্মসূচি পালন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। এ সময় উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

ভাটারার ১০০ ফিট রোডের নয়াবাড়িতে খাবার বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, মোহাম্মদ সেলিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

কল্যাণপুর বাসস্ট্যান্ডে মিজান টাওয়ারের সামনে খাবার বিতরণ করে মিরপুর থানা বিএনপি। গুলশান ও বনানীতেও খাবার বিতরণ করা হয়।

শাহ আলীর মাজারের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন।


এএইচআর/এসকেডি