যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে আবারও বৈঠক শুরু করেছে বিএনপি। বৈঠকে আগামীতে কী ধরনের কর্মসূচি দেওয়া যায়, সেই বিষয়ে শরিকদের পরামর্শ চেয়েছে দলটি। 

রোববার (১২ মে) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে প্রথমে ১২ দলীয় জোট এবং তারপর এলডিপির সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রথমে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যরা। এরপর যুগপৎ আন্দোলনের শরিক দল এলডিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন তারা।

বৈঠকে অংশ নেওয়া নেতারা বলছেন, আগামীতে কী ধরনের এবং কী কী বিষয়ে কর্মসূচি দেওয়া যায়, সেই পরামর্শ চেয়েছে বিএনপির লিয়াজোঁ কমিটি। আমরা নিত্যপণ্যের ক্রমাগত ঊর্ধ্বগতি এবং ভঙ্গুর অর্থনৈতিক অবস্থাসহ নানা দাবিতে কর্মসূচি দেওয়ার প্রস্তাব করেছি।

বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও মো. শাহাজাহান উপস্থিত ছিলেন। ১২ দলীয় জোটের পক্ষে উপস্থিত ছিলেন মোস্তফা জামাল হায়দার, শাহাদাত হোসেন সেলিম, সৈয়দ এহসানুল হুদা ও মুফতি গোলাম মুহিউদ্দিন ইকরাম।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা ঢাকা পোস্টকে বলেন, নির্বাচনের পর আমাদের সঙ্গে বিএনপির এটাই প্রথম বৈঠক। সেখানে দেশের বর্তমান অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সংকট নিয়ে কথা হয়েছে। এসব বিষয়ে আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ১২ দলীয় জোটের এক নেতা বলেন, আগামী ১৬ মে পর্যন্ত ধারাবাহিকভাবে যুগপৎ আন্দোলনের অন্য শরিকদের সঙ্গে বৈঠকে হবে। তারপর জোট থেকে পাওয়া পরামর্শ নিয়ে বিএনপির স্থায়ী কমিটিতে আলোচনা হয়ে নতুন কর্মসূচি আসবে। 

এএইচআর/কেএ