সরকার রাষ্ট্রক্ষমতা ধরে রেখে জনগণকে বন্দি করে রেখেছে : রিজভী
সরকার রাষ্ট্রক্ষমতা ধরে রেখে জনগণকে উন্মুক্ত কারাগারে বন্দি করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (১২ মে) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ ও জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন। মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত কমিটির উদ্যোগে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়।
বিজ্ঞাপন
সরকারের সমালোচনা করে রিজভী বলেন, নির্বাচন করছেন... সেখানে ভোটাররা ভোট দিতে পারছে না। আওয়ামী লীগ নিজেরা নিজেরা নির্বাচন করছে। উপজেলা নির্বাচন হয়ে গেল, এখানে আরও ভোট কম পড়েছে। তাদের লজ্জা নেই। লজ্জাহীন সরকার রাষ্ট্রক্ষমতা ধরে রেখে জনগণকে বন্দি করে রেখেছে। উন্মুক্ত কারাগারে জনগণকে বন্দি করে রেখেছে। গণতন্ত্রের পক্ষে যারা কথা বলছে, তাদেরও তারা বন্দি করে রেখেছে।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে বাংলাদেশ যে চারদিক থেকে ধ্বংস হয়ে যাচ্ছে, তা হতো না। আজকে পত্রিকায় এসেছে প্রয়োজনীয় রিজার্ভ ১৮ মিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। মানুষ প্রয়োজনীয় খাবার আমদানি করতে পারছে না। পাশাপাশি যে ঋণ নেওয়া হয়েছে... তাতে সুদ দিতে হবে এক লাখ কোটি ডলার। ঋণের টাকা পরিশোধ করবে না কি জনগণের উন্নয়নে কাজ করবে?
এই বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগের নেতারা বলেছেন... বাইরের কেউ থাকুক বা না থাকুক, প্রতিবেশী দেশ তাদের ক্ষমতায় বসিয়েছে। দেশের জনগণ তাদের লাগে না। জনগণকে তালাক দিয়ে তারা রাষ্ট্রক্ষমতায় বসে আছে।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রী আফরোজা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রুমা আক্তার ও সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিসসহ অনেকে।
এএইচআর/কেএ