ওমরাহ পালনে আজ সস্ত্রীক সৌদি যাচ্ছেন মির্জা ফখরুল
পবিত্র ওমরাহ পালনে সস্ত্রীক সৌদি আবার যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২ মে) বেলা সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি উদ্দেশ্যে তাদের রওনা হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টেকে জানান, বেলা সাড়ে ৩টার ফ্লাইটে মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব যাবেন।
আরও পড়ুন
পবিত্র ওমরাহ পালন করতে যাওয়ার আগে গতকাল বুধবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার গুলশানের বাসভবন ফিরোজায় যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাক্ষাতে নিজের ও স্ত্রীর জন্য খালেদা জিয়ার কাছে দোয়া চান মির্জা ফখরুল। আর খালেদা জিয়াও তার নিজের শারীরিক সুস্থতার জন্য দোয়া করতে বলেন।
এএইচআর/এমএসএ