জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই শ্রমিকশ্রেণিকে রাজনীতির হাল ধরতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

তিনি বলেন, ক্ষমতাসীনরা দেশের শ্রমিক ও মেহনতি জনগণকে একদিকে সীমাহীন চরম শোষণ-বঞ্চনার নিষ্ঠুর শিকারে পরিণত করেছে। অন্যদিকে প্রতিবাদের অধিকার, মত প্রকাশের অধিকার, গণতান্ত্রিক অধিকারও কেড়ে নিয়েছে।

বুধবার (১ মে) রাজধানীর পুরানা পল্টনে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশের ‘পনের আনা’ মানুষকে রাজনৈতিকভাবে জিম্মি করেছে ‘এক আনা’ লুটেরা গোষ্ঠী। এই জিম্মিদশা থেকে জনগণকে মুক্ত করতে হলে রাজনীতির নেতৃত্ব শ্রমিকশ্রেণি ও মেহনতি মানুষকে নিতে হবে।

তিনি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক একটি মন্তব্য উদ্ধৃত করে বলেন, প্রধানমন্ত্রী বলেছেন বাম ও ডানরা তাকে ক্ষমতা থেকে সরাতে চাইছে। বাস্তবতা হলো প্রধানমন্ত্রী নিজেই একদিকে কিছু নামধারী বামপন্থিকে সঙ্গে নিয়ে সরকার গঠন করেছেন। অন্যদিকে হেফাজতসহ নানান প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে মদদ দিয়ে বগলদাবা করে রাখার চেষ্টা চালাচ্ছেন। এদিকে আবার জামায়াতের জন্য পেছনের দরজা খোলা রেখেছেন।

তিনি আরও বলেন, দেশের জনগণ এই সরকারের পতন চায়। সত্যিকারের বামপন্থিরা বর্তমান দুঃশাসন থেকে দেশ ও জাতিকে মুক্ত করবে। সত্যিকারের বামপন্থি রাজনীতিই এই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে পারে। দেশের শ্রমিক ও মেহনতি মানুষের সামনে রাজনীতির নেতৃত্ব গ্রহণ করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, সমাজতন্ত্র ও শোষণমুক্তির লড়াই অগ্রসর করার কর্তব্য এবারের মহান মে দিবস আমাদের সামনে উপস্থিত করেছে।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শ্রমিক নেতা মন্টু ঘোষের সভাপতিত্বে ও পরিবহন শ্রমিকনেতা হযরত আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন রাকসুর সাবেক ভিপি কৃষকনেতা রাগীব আহসান মুন্না, শ্রমিকনেতা জলি তালুকদার, গার্মেন্ট টিইউসির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাশিম কবির, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, বাংলাদেশ বস্তিবাসী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ, প্রাইভেটকার ড্রাইভার্স ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক হোসেন আলী প্রমুখ।

এমএইচএন/এসকেডি