জামায়াতে ইসলামী
কোরআনের বিধান ছাড়া সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না
কোরআনের বিধান ছাড়া সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মু. নুরুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, কোরআনের আলোকে সমাজ পরিচালিত হলে সমাজে অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতন থাকতো না। এজন্য কোরআনের জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের সমাজ ও রাষ্ট্রের নেতৃত্বে আনতে পারলেই ন্যায়-ইনসাফ ও শান্তির সমাজ বিনির্মাণ করা সম্ভব।
বিজ্ঞাপন
জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের মতিঝিল পূর্ব থানার উদ্যোগে রোববার (১৭ মার্চ) রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, দেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টির লক্ষ্যেই আজ ইসলাম বিরোধী শক্তি ইসলাম ও ইসলামী আন্দোলনকে নস্যাৎ করে দিতে নানামুখী অপপ্রচার, মিথ্যাচার ও নির্যাতনের পথ বেছে নিয়েছে। তাই তিনি ইসলামী সমাজ বিনির্মাণের আন্দোলনে শরিক হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, বর্তমান সরকার রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
তিনি অবিলম্বে সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সহনীয় পর্যায়ে রাখার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
জেইউ/এমজে