১৯৯৫ সালের মার্চ মাসব্যাপী সরকার নির্ধারিত মূল্যে সার কিনতে গিয়ে বিএনপি-জামায়াত জোট সরকারের হাতে নির্মমভাবে নিহত ১৮ জন কৃষককে স্মরণ করে নানামুখী কর্মসূচির মাধ্যমে কৃষক হত্যা দিবস পালন করেছে বাংলাদেশ কৃষক লীগ।

দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অস্থায়ী শহীদ কৃষক বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা শেষে কৃষক লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনা করেন কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।

সভায় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, খাদ্য উৎপাদনকে ব্যাহত করে স্বাধীনতার সুফলকে নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে ১৯৯৫ সালে মার্চ মাসব্যাপী ১৮ জন নিরীহ কৃষককে হত্যা করেছিল বিএনপি-জামায়াত জোট সরকার। মনে পড়ে সেই ভয়াবহ মার্চের কথা, কৃষকদের সার না দিয়ে কালোবাজারির মাধ্যমে সার বিক্রি করার উদ্দেশে সারা দেশে ১৮ জন নিরীহ কৃষককে হত্যা করে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার সব সময় এ দেশের কৃষক-শ্রমিক মেহেনতি মানুষের পক্ষে কাজ করে যাচ্ছে।

এসময় আরও বক্তব্য দেন কৃষক লীগের সহ সভাপতি আকবর আলী চৌধুরী, হোসনে আরা, মিয়ান আব্দুল ওয়াদুদ, কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলাম, মো. আবুল হোসেন, কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, অ্যাডভোকেট রেজাউল করিম হিরন, মাকসুদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, অ্যাডভোকেট শামীমা আক্তার খানম, একেএম আজম খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী জসিম উদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, নূরে আলম সিদ্দিকী হক, হিজবুল হাবার রানা, সম্পাদকমণ্ডলীর সদস্য মো. নাজির মিয়া, অ্যাডভোকেট মো. জহির উদ্দিন লিমন, নুরুল ইসলাম বাদশা, রেজাউল করিম রেজা প্রমুখ।

এসএসএইচ