‘সিন্ডিকেটে পণ্যের দাম বাড়িয়ে জনজীবন দুর্বিষহ করে দিয়েছে সরকার’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ভোটারবিহীন সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি করে রোজাদারদের জীবন বিপর্যস্ত করে তুলেছে। সারা বিশ্বের মুসলিম দেশগুলোর সরকার, জনগণ যেন সুন্দরভাবে সেহরি ও ইফতার করতে পারেন সে জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যহ্রাস করেছে। কিন্তু বাংলাদেশের মানুষের জন্য দুর্ভাগ্য যে এদেশের সরকার দলীয় লোকদের সিন্ডিকেটের মাধ্যমে বাজারে পণ্যের দাম বাড়িয়ে দিয়ে জনজীবনকে অস্বস্তিতে ফেলে দিয়েছে।
শনিবার (৯ মার্চ) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের যাত্রাবাড়ী উত্তর থানার উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সেহরি ও ইফতারির ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন।
বিজ্ঞাপন
জামায়াত নেতা বুলবুল বলেন, এই সরকার ইসলামে নিষিদ্ধ মদের শুল্ক প্রত্যাহার করেছে অপরদিকে ইফতারে সবচেয়ে বেশি প্রচলিত খেজুরের দাম বাড়িয়ে দিয়েছে। আওয়ামী সরকার জনগণের সমর্থনে বা ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসেনি। ফলে এদেশের মানুষের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই।
তিনি বলেন, আমরা মাহে রমজানে আমাদের সামর্থ্য অনুযায়ী সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন সহযোগিতার কর্মসূচি অব্যাহত রেখেছি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ দফার অন্যতম দফা হচ্ছে ‘সমাজ কল্যাণ ও সমাজ সংস্কার’ কর্মসূচি। সে লক্ষ্যে সমাজের উন্নয়নে জামায়াত নিরলস ভূমিকা পালন করে যাচ্ছে।
ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও যাত্রাবাড়ী উত্তর থানা আমির মাওলানা জাকির হোসেনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মো. রাসেল মাহমুদের সঞ্চালনায় ফুড প্যাকেট বিতরণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য মো. হাফিজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শূরা সদস্য আব্দুর রহিম জীবন।
জেইউ/জেডএস