ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ ও ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

শনিবার (২ মার্চ) বিকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব। সন্ধ্যার পর নিজের গুলশানের বাসায় গণতন্ত্র মঞ্চের নেতাদের বৈঠক করেন তিনি।

গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা পোস্টকে বলেন, আজকে সৌজন্য সাক্ষাৎ করেছি। এর বাইরে কিছু না।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন কারাগার ভোগ করে মুক্তি পাওয়ার পর তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোট এবং গণতন্ত্র মঞ্চের নেতারা। 

আগামীকাল রবিবার বিকাল ৫ টায় সমমনা জোটের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বিএনপি মহাসচিবের।

বিএনপির সূত্রে জানা গেছে, আগামী ৪ মার্চ চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই তার আগে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠকে করছেন। 

এএইচআর/এমএসএ