কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা সিটিবাসীর সম্পদের খেয়ানত করবে না। তাকে সমর্থনের একটাই কারণ, তার শরীরে আমার রক্ত আছে। সে কুমিল্লার মানুষের হক খাবে না। আপনাদের সম্পদ খেয়ানত করবে না।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে ঢাকার কুমিল্লা মহানগর নাগরিক ফোরাম আয়োজিত ‘কুমিল্লা সিটি করপোরেশনের উন্নয়ন ও আগামীর ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, সিটি কর্পোরেশনের জন্য ২০০-৩০০ কোটি টাকার বাজেট হয়। এই টাকাটা আমাদের জনগণের টাকা। শুধু মেয়রকে ভোট দিলে আমাদের দায়িত্ব শেষ হয় না। ৩০০ কোটি টাকা গচ্ছিত হওয়ার মতো একজন সৎ ব্যক্তি দরকার, যে আপনার সম্পদ খেয়ানত করবে না। সূচনা আপনাদের সম্পদের খেয়ানত করবে না, এই গ্যারান্টি আ ক ম বাহার দিতে পারবে। এজন্য আপনাদের সবার সমর্থন আমার দরকার।
 
বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখির সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন আরমা দত্ত এমপি। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা সিটি করপোরেশন উপ নির্বাচনে মহানগর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল। 

অনুষ্ঠানে সাবেক সচিব আনোয়ার ফারুক গোলাম মাওলা জসিম, মোখলেছুর রহমান, মিজানুর রহমান ইরান, গোলাম মো. সিদ্দীকি পলিন, হাবীব উল্লা তুহিন, হিমেলসহ কয়েক শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএসআই/এমএ